বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

শরীয়তপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় দুইজন কারাগারে

শরীয়তপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় দুইজন কারাগারে

শরীয়তপুরে দীর্ঘদিন যাবত সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিলেন কথিত দুই সাংবাদিক। অবশেষে চাঁদাবাজির টাকা সহ জনতার হাতে ধরা খেয়ে কারাগারে যেতে হয়েছে তাদের।
কথিত ওই দুই সাংবাদিক হলেন মঞ্জুর ইসলাম রনি ও শেখ নজরুল ইসলাম। রনির বাড়ি শরীয়তপুর পৌরসভার উত্তর বালুচড়া ও নজরুলের বাড়ি কোটাপাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঞ্জুর ইসলাম রনি ও শেখ নজরুল নামে সাংবাদিক পরিচয় দিয়ে শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিলেন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া বাজারে সাংবাদিক পরিচয় দিয়ে এক দোকানদারের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে ওই দুই কথিত সাংবাদিক। এ সময় চাঁদাবাজির টাকাসহ জনগণ তাদের হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ওই দিন রাতে তাদের বিরুদ্ধে গোসাইরহাট থানায় চাঁদাবাজির মামলা করেন নাগেরপাড়া বাজারের ওই ব্যবসায়ী। শুক্রবার (১৮ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠায় গোসাইরহাট থানা পুলিশ।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় আটক কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে গোসাইরহাট থানায় চাঁদাবজির মামলা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ব্যাপারে খুব শীঘ্রই তদন্ত প্রতিবেদন আদালতের কাছে দেওয়া হবে।


error: Content is protected !!