
শনিবার (২৬ অক্টোবর) গোসাইরহাট থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ পালিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি”। দিনের কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী ও আলেচানা সভা।
অনুষ্ঠানে বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলী আহম্মদ আকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোয়ামুনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (গোসাইরহাট) মোঃ ইমরুল, গোসাইরহাট থানার ওসি মোঃ সেলিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান সিকদার।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, গোাইরহাট থানার সেকেন্ড অফিসার মোঃ তোতা মিয়া, এস আই আব্দুস সালাম, এস আই মোঃ রাকিব, এস আই মোঃ আলাউদ্দিন, এস আই মিতুনজয়, উপজেলা যুবলীগের সভাপতি মাস্টার নুরুজামান মৃধা, সাধারন সম্পাদক বাবলু মৃধা, আওয়ামীলীগ নেতা আব্দুল আউয়াল সরদার।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |