Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

গোসাইরহাটে উপজেলা পরিষদের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত

গোসাইরহাটে উপজেলা পরিষদের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত

৩০ অক্টোবর বুধবার গোসাইরহাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলার মাসিক সাধারন সভা ও অক্টোবর-২০১৯ সনের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন এবং উপজেলা পরিষদের মাসিক সাধারন সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাসিক সভায় উপজেলার বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করার নির্দেশনা দেয়া হয়।
উভয় সভায় আলোচনায় অংশগ্রহন করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহম্মদ কামরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কল্যান কুমার সরকার, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল হোসেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ইকবাল আহম্মদ বাচ্চু ছৈয়াল, কোদালপুর ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, ইদিলপুর ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন শিকারী, উপজেলা প্রকৌশলী দশরত কুমার বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার চৌধুরী ও গোসাইরহাট প্রেস ক্লাবের সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন খান প্রমুখ।