বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

গোসাইরহাট ইউনিয়নে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গোসাইরহাট ইউনিয়নে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার গোসাইরহাট ইউনিয়নে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের আয়োজনে গোসাইরহাট ইউনিয়নে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন, গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহজাহান সিকদার। প্রধান বক্তা ছিলেন, গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ নাসিরউদ্দিন।
গোসাইরহাট ইউপি আওয়ামীলীগের সভাপতি আহম্মদ হোসেন মালত-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মহিউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুজাফ্ফর হোসেন, গোসাইরহাট উপজেলা যুবলীগের সভাপতি নূরুজ্জামান মৃধা, কোতোয়াল মোঃ টিপু সুলতান, আনোয়ার হোসেন মনিরসহ গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, আওয়ামীলীগের উন্নয়ন হলে, দেশের উন্নয়ন হয়। আওয়ামীলীগের কর্মীদের দেশের উন্নয়নে সতোস্ফূর্তভাবে কাজ করতে হবে। আওয়ামীলীগের কমিটিতে ত্যাগীদের স্থান দেওয়া হবে। কোন নতুন অনুপ্রবেশকারীদের আওয়ামীলীগের কমিটিতে যেন চান্স না পায়, সেজন্য আমাদের সজাগ থাকতে হবে।


error: Content is protected !!