বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

গোসাইরহাটে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

গোসাইরহাটে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

গোসাইরহাটে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বিকাল ৪ টায় গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনের মাঠে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোঃ শাহজাহানের সভাপতিত্বে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা আব্দুল রশিদ গোলন্দাজ। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান সিকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, কোদালপুর ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, কুচাইপট্টি ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন স্বাপন, সামন্তসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম বেপারী, গোসাইরহাট ইউপি চেয়ারম্যান মোঃ মোজাফফর সরদার, শরীয়তপুর জেলা পরিষদের সদস্য মোঃ জাকির হোসেন দুলাল ও গোলাম রাব্বি শাকিল, উপজেলা যুবলীগের সভাপতি মাস্টার নুরুজ্জামান মৃধা, সাধানর সম্পাদক বাবলু মৃধা, গোসাইরহাট পৌরসভার কাউন্সিলর মতিউর রহমান মিন্টু বেপারী, আনোয়ার হোসেন মনির, মোঃ আলী আকবর সরদার, ছাত্রলীগের সভাপতি মোঃ মোস্তফা কামাল ফরাজী, সাধারন সম্পাদক আজমল হোসেন নয়ন দেওয়ান প্রমূখ।
সম্মেলনে বক্তারা বলেন, পৌর আওয়ামী লীগের নেতা নির্বাচিত করতে সৎ, যোগ্য, ন¤্র, ভদ্র এবং বিনয়ী প্রকৃতির একজন মানুষের প্রয়োজন। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সু-যোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে একজন আদর্শবান লোকের হাতে নেতৃত্ব দিতে হবে। সমাজ থেকে দূর্ণীতি, সন্ত্রাস, মাদক ও চাদাবাজী নির্মূল করার অঙ্গীকার করতে হবে। জামায়াতপন্থী কোন লোক যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে। সে দিকে নজর রাখতে হবে। শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাকের নিকট বক্তারা আহবান জানান, তিনি যেনো গোসাইরহাট পৌরসভায় সৎ, যোগ্য, দূর্ণীতিমুক্ত আওয়ামী পরিক্ষীত, যোগ্য নেতা কর্মীদের সমন্ময়ে পৌরসভার একটি কমিটি উপহার দেন।
এ সম্মেলনে গোসাইরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি পদে প্রার্থীরা হলেন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ শাহজাহান, সাবেক ছাত্র নেতা মোঃ আলামিন সিকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল সরদার, গোসাইরহাট পৌর কাউন্সিলর মোঃ মতিউর রহমান মিন্টু বেপারী ও সাধারন সম্পাদক পদে শেখ মোঃ শাহ আলম।


error: Content is protected !!