
২৫ নভেম্বর সোমবার বিকাল ৪ টায় গোসইরহাটের কোদালপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান সিকদারের সভাপতিত্বে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতা আব্দুল রশিদ গোলন্দাজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, কোদালপুর ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, কুচাইপট্টি ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন স্বাপন, সামন্তসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম বেপারী, গোসাইরহাট ইউপি চেয়ারম্যান মোঃ মোজাফফর সরদার, উপজেলা যুবলীগের সভাপতি মাস্টার নুরুজ্জামান মৃধা, সাধারণ সম্পাদক বাবলু মৃধা, ছাত্রলীগের সভাপতি মোঃ মোস্তফা কামাল ফরাজী ও সাধারন সম্পাদক আজমল হোসেন নয়ন দেওয়ান প্রমূখ।
সম্মেলনে বক্তারা বলেন, কোদালপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা নির্বাচিত করতে সৎ, যোগ্য, ন¤্র, ভদ্র এবং বিনয়ী প্রকৃতির একজন মানুষের প্রয়োজন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সু-যোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে একজন আর্দশবান লোকের হাতে নেতৃত্ব দিতে হবে। সমাজ থেকে দূর্ণীতি, সন্ত্রাস, মাদক ও চাদাবাজী নির্মুল করার অঙ্গীকার করতে হবে। জামায়াত পন্থী কোন লোক যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে সে দিকে নজর রাখতে হবে।