
আলাওলপুর (গরীবের চর) ইউনিয়ন শাখা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গরীবের স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শরীয়তপুর-৩ আসনের এমপি নাহিম রাজ্জাক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের সকলের আওয়ামী লীগকে ভালোবাসতে হবে, বাংলাদেশের ইতিহাসকে ভূলে গেলে চলবে না। বাংলাদেশের স্বাধীনতার অভ্যুদয় ঘটেছিল আওয়ামী লীগের নেতৃত্বের মাধ্যমে। এজন্য আমাদের অনুভূতি জাগ্রতের মাধ্যমে আওয়ামী লীগের জন্য তৃণমূল পর্যায় থেকেই কাজ করতে হবে।
সম্মেলনের উদ্বোধক ছিলেন, গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহজাহান সিকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন। মহিষার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম কাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন বেপারীর সঞ্চালনায় বিশেষ বক্তা কৃষকলীগের নুরুজ্জামান মৃধা, কোতোয়াল মোহাম্মদ টিপু সুলতান, আনোয়ার হোসেন মনির, আবুল কালাম বেপারী, মোস্তফা কামাল ফরাজী, এমদাদ হোসেন বাবলু মৃধা, হাবিবুর রহমান খান, ইউসুফ ঢালী, জসিম উদ্দিন হাওলাদার, দেওয়ান আজমল হোসেন নয়নসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ প্রমূখ।
সম্মেলন শেষে আলাওলপুর কৃষকলীগের সভাপতি মরহুম দানু মিয়া সরদারের আত্মার মাগফিরাত কামনায় নাহিম রাজ্জাক এমপিসহ উপস্থিত সকলে এক মিনিট নিরবতা পালন করেন। জানা যায়, দানু মিয়া সরদার সম্মেলনে যোগদানের জন্য আসার সময় মিছিলে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |