
‘‘সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১১ ডিসেম্বর বুধবার শরীয়তপুর জেলার গোসাইরহাটে পালিত হলো ৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস। সকাল দশটায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও উপজেলা প্রশাসন, গোসাইরহাট এর উদ্যোগে ও সহযোগিতায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি গোসাইরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের সামনে এসে শেষ হয়। র্যালীতে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
গোসাইরহাট উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী প্রোগামার মো. মাইনুল ইসলাম।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |