বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

গোসাইরহাটে যথাযোগ্য মর্যদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

গোসাইরহাটে যথাযোগ্য মর্যদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

১৪ ডিসেম্বর শনিবার বেলা ১১ টায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা প্রশাসন ও সরকারী শামসুর রহমান কলেজের উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবি দিবস-২০১৯ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান ঢালী, সরকারী শামসুর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, সাচিবিক বিদ্যা বিভাগের প্রভাষক স্বপন কুমার রায়, গোসাইরহাট থানার (ওসি) তদন্ত এম এ মজিদ বকুল, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ইকবাল আহম্মেদ বাচ্চু ছৈয়াল, আলী অহাম্মদ আকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার চৌধুরী ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবদুস কুদ্দুস হাওলাদার, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক ইয়ামিন সিকদার প্রমুখ।
এ সময় গোসাইরহাটের বিভিন্ন বিদ্যালয়, কলেজ মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


error: Content is protected !!