
শরীয়তপুরের গোসাইরহাটে উপজেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান ও যাদুঘর এর উদ্যোগে সরকারী শামসুর রহমান কলেজ প্রাঙ্গণে দুই দিন ব্যাপী উদযাপিত হলো জতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন ও বিজ্ঞান মেলা। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি এই শ্লোগান নিয়ে গত ১২ ডিসেম্বর মেলার উদ্বোধন করেন গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন। ১৪ ডিসেম্বর ছিল মেলার সমাপ্তির দিন। মেলাতে গোসাইরহাটের ৮টি শিক্ষা প্রতিষ্ঠান ষ্টল দেয়। এর মধ্যে স্কুল পর্যায়ে নাগেরপাড়া উচ্চ বিদ্যালয় ১ম, কোদালপুর উচ্চ বিদ্যালয় ২য় এবং গরীবেরচর উচ্চ বিদ্যালয় ৩য় স্থান লাভ করে। কলেজ পর্যায়ে সরকারী শামসুর রহমান কলেজ ১ম স্থান অধিকার করে।