Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

গোসাইরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

গোসাইরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

১৬ ডিসেম্বর সোমবার গোসাইরহাট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানটি উপজেলার ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। প্রত্যুষে (৬.৫০ মিনিটে) ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর পর্যায়ক্রমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, সরকারী শামসুর রহমান ডিগ্রি (অনার্স) কলেজের শিক্ষক, গোসাইরহাট থানা, গোসাইরহাট পৌরসভা, ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়। এরপর যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, রোবার স্কাউট, বয়স্কাউট, গার্লস গাইড, কাপদল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের অংশগ্রহনে কুচকাওয়াজ ও শরীরর্চচা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজের নেতৃত্ব দেন গোসাইরহাট থানার এস আই মোঃ রাকিব। এরপর বীরমুক্তিযোদ্ধাদের সংর্বধনা, মুক্তিযোদ্ধের স্মৃতিচারন ও আলোচনা সভা, ক্রীড়া অনুষ্ঠান, চিত্রাঅঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাদ জোহর উপজেলার সকল মসজিদ মন্দির ও গীর্জায় শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত ও জাতির শান্তি এবং অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, প্রীতিফুটবল ও ভলিবল প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান ঢালী, গোসাইরহাট থানার ওসি মোঃ সেলিম রেজা, সরকারী শামসুর রহমান কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান, গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ইকবাল আহম্মদ বাচ্চু ছৈয়াল, মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহম্মদ আকন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ শাহজাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, ইদিলপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারঃ) এমদাদুল হক, উপজেলা প্রকৌশলী দশরত কুমার বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি নুরুজ্জামান মৃধা, সাধারন সম্পাদক বাবলু মৃধা, ছাত্রলীগের সভাপতি মোঃ মোস্তফা কামাল ফরাজী, সাধারন সম্পাদক আজমল হোসেন নয়ন দেওয়ান, কোদালপুর ইউ’পি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, কুচাইপট্টি ইউ’পি চেয়ারম্যান নাসির উদ্দিন স্বপন, ইদিলপুর ইউ’পি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন শিকারী, সামন্তসার ইউ’পি চেয়ারম্যান মোঃ আবুল কালাম বেপারী, গোসাইরহাট প্রেস ক্লাবের সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন খান ও একাত্তর টেলিভিশনের সাংবাদিক মোঃ শামীম তালুকদার প্রমুখ।