Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

গোসাইরহাটে আব্দুর রাজ্জাকের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত

গোসাইরহাটে আব্দুর রাজ্জাকের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত

২৩ ডিসেম্বর সোমবার শরীয়তপুর জেলার গোসাইরহাটের কৃতি সন্তান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বর্ষীয়ান রাজনীতিবীদ, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল পানি সম্পদ মন্ত্রী, বিশ্ব শান্তি পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাকের ৮ম মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যদায় গোসাইরহাট, ডামুড্যা, ভেদরগঞ্জ উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ ও সৈনিকলীগের যৌথ উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১১ সালের ২৩ ডিসেম্বর আব্দুর রাজ্জাক মারা যান। তার ৮ম মৃত্যু বার্ষীকীতে তার নির্বাচনী এলাকা গোসাইরহাট, ডামুড্যা ও ভেদরগঞ্জে ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়েছে। দিনের কর্মসূচির মধ্যে ছিল, মিলাদ ও দোয়া মাহফিল, কোরআনখানি, স্মরণ সভা ও গণভোজ। আব্দুর রাজ্জাকের বড় ছেলে শরীয়তপুর-০৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক তার পিতার মৃত্যু বার্ষিকীর কর্মসূচি সফল করার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
প্রয়াত আব্দুর রাজ্জাক ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। এর পর তিনি স্বাধীন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে শরীয়তপুর-০৩ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচিত হয়েছেন। তার নির্বাচনী এলাকা গোসাইরহাট, ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলা। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর আব্দুর রাজ্জাক পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। মন্ত্রী থাকাকালিন ১৯৯৭ সালে ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহভাজন যে কয়জন কির্তিমান স্বাধিকার, স্বাধীনতা আর সুমহান মুক্তিযোদ্ধে অনান্য ভূমিকা রেখেছেন, গণতান্ত্রিক আন্দেলনের সামনের কাতারে থেকে আমৃত্যু নেতৃত্ব দিয়েছেন, আব্দুর রাজ্জাক তাদের মধ্যে অন্যতম। গোসাইরহাটে তার ৮ম মৃত্যু বার্ষীকির আলোচনা সভায় তাকে স্মরণ করে অনেক বক্তা কান্নায় ভেঙ্গে পড়েন। তারা বলেন, আব্দুর রাজ্জাকের মত সৎ, নিষ্ঠাবান, অমায়িক, বিনয়ী, নম্র, ভদ্র ও শক্ত রাজনীতিবিদ মানুষ পাওয়া কঠিন। তার নির্বাচনী এলাকার হাজার হাজার মানুষ মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে তার রুহুর মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
প্রয়াত আব্দুর রাজ্জাক এর স্মরণ সভায় সভাপতিত্ব করেন গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান সিকদার। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান ঢালী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহম্মদ আকন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ শাহজাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, কোদালপুর ইউপি’র চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, কুচাইপট্টি ইউপি’র চেয়ারম্যান নাসির উদ্দিন স্বপন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নুরুজ্জামান মৃধা, সাধারন সম্পাদক বাবলু মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মোস্তফা কামাল ফরাজী, সাধারন সম্পাদক আজমল হোসেন নয়ন দেওয়ান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোসাইরহাট প্রেস কøাবের সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন খান, পল্লী বিদ্যুৎ সমিতির সহ-সভাপতি মাস্টার আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক শেখ কামাল হোসেন, গোসাইরহাট পৌরসভার কাউন্সিলর মতিউর রহমান মিন্টু বেপারী, আলী আকবর সরদার প্রমুখ।