
‘‘মুজিব বর্ষের অঙ্গিকার, সড়ক হবে সংস্কার’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের গোসাইরহাটে গ্রামীণ সড়কের রক্ষনাবেক্ষণ কাজের উদ্বোধন হয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে গোসাইরহাট-কোদালপুর সড়কে এ কাজের উদ্বোধন করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আরইআরএমপি-৩ এর উদ্যোগে গোসাইরহাটের প্রতিটি ইউনিয়নে ৮ জন করে ৮০ জন দুঃস্থ মহিলা কর্মীদের ৩০০ টাকা দৈনিক হাজিরায় গ্রামীণ সড়কে ক্ষুদ্র মেরামতগুলো সম্পন্ন হবে। এরমধ্যে ২০০ টাকা নগদে পাবে এবং ১০০ টাকা নিজ নিজ ব্যাংক একাউন্টে সঞ্চয় হিসেবে জমা হবে।
উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর বুধবার কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এ কাজের উদ্বোধন করেন।
উপজেলা প্রকৌশলী দশরথ কুমার বিশ^াসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ, নকশাকার এসএম সিদ্দিকুর রহমান, কার্য সহকারী আলতাফ হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ আলতাব হোসেন ও গোসাইরহাট প্রেস ক্লাবের সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন খান, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ কাওসার প্রমুখ।