সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং

গোসাইরহাটে সরকারি খাল দখলে ‘৩৩৩’ নম্বর অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ

গোসাইরহাটে সরকারি খাল দখলে ‘৩৩৩’ নম্বর অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ

শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার ধীপুর এলাকায় রাস্তার পাশের সরকারি খাল ও হালট দখল করে পাইপ বসানোর খবর পেয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার মো: আলমগীর হোসাইন ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মামুন। ট্রিপল থ্রি নাম্বারে ‘৩৩৩’ কল করে এ অভিযোগ দেওয়া হয়।

সোমবার (১৮ জানুয়ারি) ট্রিপল থ্রি নাম্বারে ‘৩৩৩’ ফোন পেয়ে উপজেলা নির্বাহি অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-এর হস্তক্ষেপে উক্ত পাইপ বিনষ্ট করা হয়।

এ সময় গোসাইরহাট উপজেলা নির্বাহি অফিসার আলমগীর হোসাইন বলেন, যদি কোথাও খাল সরকারি জমি কেউ দখল করার পাঁয়তারা করে বা দখল করার চেষ্টা করে তাৎক্ষণিক ভাবে জানান অথবা নিজের নাম পরিচয় গোপন করে ‘৩৩৩’ নম্বরে ফোন করে তথ্য দেন। প্রশাসন তাৎক্ষণিকভাবে অপচেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।


error: Content is protected !!