
‘মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রীর এই ঘোষণা অনুযায়ী সারা দেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য স্বপ্নের নীড় তৈরি করা হয়েছে। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এক যোগে হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারবাহিকতায় শনিবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় গোসাইরহাট উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে নির্মিত এসব ঘরের জমির পর্চা, খাজনার চেক, সার্টিফিকেট ও ঘরের দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন।
এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী, উপজেলা আ.লীগের সভাপতি শাজাহান সিকদার, গোসাইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীবৃন্দ, গোসাইরহাট প্রেস ক্লাবের সভাপতি মাষ্টার গিয়াসউদ্দিন খান, সাধারণ সম্পাদক খালেদ মো. সাইফুল্লাহ কাওসার সহসূধীবৃন্দ।
উপকারভোগী নাগেরপাড়া ইউনিয়নের কেছুয়ারজর গ্রামের ছিপারননেসা বলেন, আমি স্বপ্নেও ভাবি নাই যে আমি একটা দালান ঘরের ভিতরে থাকতে পারমু, আমি আমাগো এমপি নাহিম রাজ্জাক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাইগা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন হেগরে ভালো রাহে। ছিপারননেসা স্বামী হারা, মানুষের বাড়িতে ও বিভিন্ন দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করা একজন মানুষ।
উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন জানান, প্রধানমন্ত্রীর দোয়া ও উদ্বোধন শেষে এ উপজেলার ৪৮ টি পরিবারের মধ্যে জমির পর্চা, খাজনার চেক সার্টিফিকেট সহ গৃহ হস্তান্তর করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |