Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

গোসাইরহাটে গরু খামারীদের মাঝে উপকরণ বিতরণ

গোসাইরহাটে গরু খামারীদের মাঝে উপকরণ বিতরণ
গোসাইরহাটে গরু খামারীদের মাঝে উপকরণ বিতরণ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় গরু খামারিদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ (এনএটিপি-২) প্রকল্পের আওতায় উপজেলা বিভিন্ন সিআইজি (গরু হৃষ্টপুষ্টকরণ, গাভী পালন ও মুরগি পালন) সমিতির সদস্যের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৬ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ প্রাঙ্গণে খামারিদের মাঝে উপকরণ হিসেবে ভূষি, দানাদার খাদ্য, কৃমির ওষুধ ও ভিটামিন ক্যাপসুল বিতরণ করা হয়।

এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ কক্ষে “প্রাণিজ পুষ্টি নিরাপত্তা ও আত্মকর্মসংস্থানে প্রাণিসম্পদের ভূমিকা” বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান।

এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ মোহাম্মদ কামরুজ্জামান, ভেটেরিনারী সার্জন, ডাঃ কে এম তানজীর নাঈম, প্রাণি সম্পদ সম্পসারণ কর্মকর্তা (এলডিডিপি), ডাঃ মিজানুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের সিল ও খামারিবৃন্দ উপস্থিত ছিলেন।