
দেশের অন্যতম বৃহত্তম পেশাজীবী সংগঠন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ৬ ফেব্রুয়ারি শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উৎসব মূখর পরিবেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে গোসাইরহাট পৌরসভার সচিব আব্দুল আলীম মোল্লা কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছে। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ভোলার বোরহান উদ্দিন পৌরসভার সহকারি প্রকৌশলী আব্দুল সাত্তার।
অপরদিকে সহ-সভাপতি পদে যথাক্রমে : মো: আক্তার হোসেন (হিসাব রক্ষক, লাকসাম পৌরসভা, কুমিল্লা), কাজী মো: মোস্তফা কামাল (সচিব, মাধবদি পৌরসভা, নরসিংদী), মো: হারুনার রশিদ (প্রশাসনিক কর্মকর্তা, গোপালগঞ্জ পৌরসভা, গোপালগঞ্জ), মো: আমানুল্লাহ্ (কর নির্ধারক, কুষ্টিয়া পৌরসভা, কুষ্টিয়া), মো: রফিকুল ইসলাম (প্রশাসনিক কর্মকর্তা, বাগেরহাট পৌরসভা, বাগেরহাট)।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে যথাক্রমে : সুমন দত্ত (উপ-সহকারি প্রকৌশলী, ব্রহ্মণবাড়িয়া পৌরসভা, ব্রহ্মণবাড়িয়া), মো: শফিকুল ইসলাম (সচিব, গৌড়নদী পৌরসভা, বরিশাল), মো: জুলফিকার হায়দার বাবু (কর আদায়কারি, নাটোর পৌরসভা, নাটোর), মো: কামাল উদ্দিন (লাইসেন্স পরিদর্শক, চৌদ্দগ্রাম পৌরসভা, কুমিল্লা), রোকসানা পারভীন (হেল্থ ভিজিটর, চাটমোহর পৌরসভা, পাবনা)।
অর্থ সম্পাদক পদে মো: মজিবুর রহমান (হিসাব রক্ষক, দোহাজারি পৌরসভা, চট্টগ্রাম), সাংগঠনিক সম্পাদক পদে শফিকুল ইসলাম পাটোয়ারী ওরফে জিসান বাবু (হিসাব রক্ষক, লালমনিরহাট পৌরসভা, লালমনিরহাট), প্রচার সম্পাদক পদে মো: ইমরান আলী মোল্লা (কঞ্জারভেন্সী ইন্সপেক্টার, গোপালগঞ্জ পৌরসভা, গোপালগঞ্জ), মহিলা বিষয়ক সম্পাদক মোছা: সাজেদা আক্তার (উচ্চমান সহকারি, জীবননগর পৌরসভা, চুয়াডাঙ্গা) সহ বিভিন্ন সাংগঠনিক পদে মোট ৫১ জন কেন্দ্রীয় নেতা নির্বাচিত হন।
দেশের ৩২৯টি পৌরসভার ইউনিটি কমিটি, জেলা কমিটি, আঞ্চলিক কমিটি, বিভাগীয় কমিটি ও বিগত কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দ ব্যালটের মাধ্যমে স্বত:স্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রধান নির্বাচন কমিশনার জেড. এম. আনোয়ার (নির্বাহী প্রকৌশলী, তারাবো পৌরসভা, নারায়ণগঞ্জ), নির্বাচন কমিশনার দ্বয় কে.জি.এম. মাহমুদ (সচিব, গোপালগঞ্জ পৌরসভা, গোপালগঞ্জ), মো: শহিদুল ইসলাম (উচ্চমান সহকারি, যশোহর পৌরসভা, যশোহর) সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন পরিচালনা করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |