সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

গোসাইরহাটে ছেলের হাতে মা খুন, ছেলেকে আটক

গোসাইরহাটে ছেলের হাতে মা খুন, ছেলেকে আটক

শরীয়তপুরের গোসাইরহাটে জমি লিখে না দেয়ায় কুঠার দিয়ে মাকে হত্যা করেছে ছেলে। রোববার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলেকে আটক করে গোসাইরহাট থানা পুলিশ।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, লক্ষীপুর গ্রামের ঢালীরহাট এলাকার আব্দুল মতিন খাঁর স্ত্রী আনোয়ারা বেগম(৬০) মাগরিব নামাজ শেষে চা তৈরী করার জন্য রান্না ঘরে যাওয়ার সময় তার মেঝ ছেলে আব্দুল মালেক(৪০) কুঠার দিয়ে মাথায় কোপ দেয়। পরে স্বজনরা গোসাইরহাট হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোহেব আলী জানান, জমি লিখে না দেয়ায় কুঠার দিয়ে মাকে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় কুঠার উদ্ধার ও নিহতের অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


error: Content is protected !!