Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে ১০ কোটি ৪০ হাজার মিটার কারেন্ট মশারী জাল জব্দ

শরীয়তপুরে ১০ কোটি ৪০ হাজার মিটার কারেন্ট মশারী জাল জব্দ
শরীয়তপুরে ১০ কোটি ৪০ হাজার মিটার কারেন্ট মশারী জাল জব্দ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দাশের জঙ্গল বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে ১০ কোটি ৪০ হাজার মিটার কারেন্ট- মশারী জাল ও জব্দ করা হয়েছে। পরে এসব জাল স্থানীয় ম্যাজিস্ট্রেট, মৎস্য কর্মকর্তা, পুলিশ ও কোস্টগার্ড উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

রবিবার ১২ আগস্ট দুপুরে দাশেরজঙ্গল বাজারের মো. মোকলেছ চৌকিদারের দোকানে অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসের ফিন্ড এসিট্যান্ড (রাজস্ব) মোঃ নুরুজ্জামান, গোসাইরহাট থানার এসআই মনিরুজ্জামান মনিরসহ পুলিশ ও কোস্টগার্ডের একটি দল উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত দৈনিক রুদ্রবার্তাকে বলেন, হিজলা মুলাদীর কোস্টগার্ড উপজেলার দাসেরজঙ্গল বাজারের মোকলেছ চৌকিদারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুটি দোকান থেকে ১০কোটি ৪০ হাজার মিটার কারেন্ট ও মশারী জাল জব্দ করা হয়।্হনংঢ়; যার আনুমানিক মূল্য ১৫কোটি ১০লাখ টাকা। পরে উপজেলা চত্তরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশ ও কোস্টগার্ড উপস্থিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।