
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দাশেরজঙ্গল বাজারের ব্যবসায়ী মো. সাইদুর রহমান ও মো. শফিকুর রহমান কে কারাদন্ড ও অর্থদন্ড করা হয়েছে। দন্ড দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুজন দাশগুপ্ত। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত মো. সাইদুর রহমান (৪৮) ও মো. শফিকুর রহমান সুমন (২০) কে দন্ড প্রদান করেছেন ।
সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা গেছে, ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে গোসাইরহাট উপজেলার দাশেরজঙ্গল বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছিলেন গোসাইরহাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রে সুজন দাশগুপ্ত। গোসাইরহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান মিন্টু বেপারীর বড় ভাই দাশেরজঙ্গল বাজারের ব্যবসায়ী মো. সাইদুর রহমান (৪৮) কে ১৯৫৬ সালের ৩ ধারা মোতাবেক ৬ ধারা লঙ্ঘন করায় ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।
অপরদিকে উপজেলার একই বাজারের ব্যবসায়ী বিনটিয়া গ্রামের মোখলেছুর রহমান চৌকিদারের পুত্র মো. শফিকুর রহমান সুমন (২০) কে মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ১৯৫০ সালের ৪ ধারা মোতাবেক ১ বছর কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |