Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

গোসাইরহাটে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীর কারাদন্ড

গোসাইরহাটে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীর কারাদন্ড
গোসাইরহাটে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীর কারাদন্ড

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দাশেরজঙ্গল বাজারের ব্যবসায়ী মো. সাইদুর রহমান ও মো. শফিকুর রহমান কে কারাদন্ড ও অর্থদন্ড করা হয়েছে। দন্ড দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুজন দাশগুপ্ত। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত মো. সাইদুর রহমান (৪৮) ও মো. শফিকুর রহমান সুমন (২০) কে দন্ড প্রদান করেছেন ।

সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা গেছে, ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে গোসাইরহাট উপজেলার দাশেরজঙ্গল বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছিলেন গোসাইরহাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রে সুজন দাশগুপ্ত। গোসাইরহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান মিন্টু বেপারীর বড় ভাই দাশেরজঙ্গল বাজারের ব্যবসায়ী মো. সাইদুর রহমান (৪৮) কে ১৯৫৬ সালের ৩ ধারা মোতাবেক ৬ ধারা লঙ্ঘন করায় ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।

অপরদিকে উপজেলার একই বাজারের ব্যবসায়ী বিনটিয়া গ্রামের মোখলেছুর রহমান চৌকিদারের পুত্র মো. শফিকুর রহমান সুমন (২০) কে মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ১৯৫০ সালের ৪ ধারা মোতাবেক ১ বছর কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।