Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

গোসাইরহাট উদ্েযাগে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) পালন

গোসাইরহাট উদ্েযাগে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) পালন
গোসাইরহাট উদ্েযাগে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) পালন

সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মহামানব উত্তম চরিত্রের অধিকারী হযরত মুহাম্মদ (সাঃ)। যার প্রেমে সর্বশক্তিমান আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা এই পৃথিবী সৃষ্টি করেছেন। কুল-কায়েনাতসহ সৃষ্টি সেরা জী⅖ব মানুষ সৃষ্টি করেছেন এবং জ্বীন-পরী পশুপাখি জান্নাত জাহান্নামসহ সকল কিছু সৃষ্টি করেছেন।

সারা বিশ্বব্যাপী নানা আয়োজনে পালন করছেন মুসলিমরা এ ঈদে মিলাদুন্নবী। তার-ই অংশ হিসেবে আজ বুধবার ২০ অক্টোবর গোসাইরহাট উপজেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে গোসাইরহাট উপজেলা মডেল মসজিদে নবী করিম হযরত মুহাম্মদ সাঃ এর জীবনী নিয়ে এক আলোচনা ও মিলাদ অনুষ্ঠিত হয়।

এ আলোচনা ও মিলাদ মাহফিলে গোসাইরহাট উপজেলা নির্বাহী আফিসার মোঃ আলমগীর হোসাইন, গোসাইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, গোসাইরহাট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন বাবলু মৃধা। যুবলীগ নেতা মামুন সরদার, জোয়েল সিকাদার, মোঃ সাগর সরদার, শাহিন সরদার, ছাত্রলীগ নেতা রাকিব চৌকিদারসহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিতে ছিলেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা আওয়ামী ওলামালীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইসলামিক সংগঠনের ওলামা গন। মসজিদের বিভিন্ন মুসল্লিগণ স্থানীয় সরকারি-বেসরকারি কর্মকর্তা বৃন্দ বিভিন্ন মাদ্রাসার ওলামা ও শিক্ষকবৃন্দ প্রমূখ।

আলোচনা মিলাদ শেষে দোয়া ও মোনাজত করা হয়।