Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

গোসাইরহাটের কোদালপুরে ১নং ওয়ার্ড পশ্চিম বালুরচরে নির্বাচনী গন সংযোগ

গোসাইরহাটের কোদালপুরে ১নং ওয়ার্ড পশ্চিম বালুরচরে নির্বাচনী গন সংযোগ
গোসাইরহাটের কোদালপুরে ১নং ওয়ার্ড পশ্চিম বালুরচরে নির্বাচনী গন সংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২৮শে নভেম্বর শরীয়তপুর জেলাধীন গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের পশ্চিম বালুরচর ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মো: আ: মতিন খাঁন ২৫শে অক্টোবর সকাল থেকে গন সংযোগ ও দোয়া চেয়েছেন সকল জনগণের কাছে। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। ১নং ওয়ার্ডের মাটি ও মানুষের সেবায় আত্মনিবেদিত মেম্বার মো: আ: মতিন খাঁন আসন্ন নির্বাচনে ১নং ওয়ার্ডের হাজারও জনগণ তাকে মেম্বার প্রার্থী হিসেবে সমর্থন করেছেন।

বাংলাদেশ ছাত্রলীগ কোদালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জাকির হোসেন মাল রুদ্রবার্তাকে বলেন, সকল মা, বোন, ভাই সবার কাছে প্রিয় ব্যক্তিত্ব তিনি দীর্ঘ ১৭বছর আমাদের ১নং ওয়ার্ডের সেবা করেন। রাত ১২টার সময় যদি কোন কাজে ডেকেছি তখনি তিনি ঘুম থেকে উঠে আমাদের পাশে এসে দাড়িয়েছেন। আ: মতিন খাঁন এলাকায় পোল. কালবাট, রাস্তা, ব্রিজ এবং করোনা ভাইরাস মহামারীকালীন জননেত্রী শেখ হাসিনার সাহায্যে আমাদের প্রিয়নেতা জননেতা আলহাজ্ব নাহিম রাজ্জাক এম.পি মহোদয়ের মাধ্যমে এলাকার জনগণের কাছে পৌছাইতে সক্ষম হয়েছেন তিনি। আ: মতিন খাঁন এলাকার জনগনের শালিসী খুব মনোযোগ ভাবে রায় দিতেন। তিনি দীর্ঘদিন অসুস্থে থাকার পর আমাদের মাঝে তাকে আমরা পেয়েছি। যতদিন বেঁচে থাকবে ততদিন আমরা তাকে ১নং ওয়ার্ডের মেম্বার হিসাবে রাখতে চাই। বাংলাদেশ ছাত্রলীগ ও আলহাজ্ব আ: রাজ্জাক স্মৃতি সংসদের ১০০জন সহযোদ্ধা রয়েছেন। এলাকার সকল মুরব্বীগণ রয়েছেন সবার দাবি ২৮শে নভেম্বর ভোট দিয়ে আ: মতিন খাঁন-কে জয়যুক্ত করব ইনশাআল্লাহ।

রুদ্রবার্তাকে এলাকাবাসী বলেন: আ: মতিন খাঁন তার কাজে সকল জনগন খুশি এবং তার কাজে সন্তুষ্ট এলাকাবাসী। শতভাগ জনগন তার সাথে কাজ করছে। ১নং ওয়ার্ডের সকল মা, বোনদের কাছে বিশেষ অনুরোধ আমরা সবাই একতা থাকবো ইনশাআল্লাহ।

রুদ্রবার্তা প্রতিনিধিকে আ: মতিন খাঁন বলেন, দীর্ঘ ১৭বছর যাবৎ আমি কোদালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদে দায়িত্ব পালন করে এসেছি। আমি শারীরিকভাবে অসুস্থ তারপরও ১নং ওয়ার্ড বাসী আমাকে চায়। সকল জনগন তাকে বলেন আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার দায়িত্ব পালন করতে হবে। হাজারও জনগন নিয়ে আমি গন সংযোগ ও এলাকাবাসীর দোয়া চেয়েছি। আমি কোদালপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ সহ-সভাপতি দায়িত্বে আছি । আমার মাননীয় এম.পি জননেতা আলহাজ্ব নাহিম রাজ্জাক মহোদয়ের নিকট যেকোন কাজে গিয়েছি তখনি তিনি আমাকে সেই কাজ করে দিয়েছেন। ধন্যবাদ জানাই আমার এম.পি মহোদয়কে এবং তার দীর্ঘ আয়ু কামনা করছি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সঠিকভাবে আমার দায়িত্ব পালন করতে পারি।