Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

গোসাইরহাটে মুক্তিযোদ্ধার উপর সন্ত্রাসী হামলা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

গোসাইরহাটে মুক্তিযোদ্ধার উপর সন্ত্রাসী হামলা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
গোসাইরহাটে মুক্তিযোদ্ধার উপর সন্ত্রাসী হামলা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বিভিন্ন বিষয়াদি দিয়া পূর্ব বিরোধের জের ধরে বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন বাবুর্চির (৭৫) ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৯টার সময় গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের চরমনপুরা এলাকার সড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভুক্তভোগির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোসাইরহাট উপজেলার চরমনপুরা গ্রামের বীর মুক্তিযুদ্ধা আলমগীর হোসেন বাবুর্চি গত ২৫ অক্টোবর সন্ধ্যা সাতটার সময় স্থানীয় শরীফ মার্কেটে তাদের বিকাশের দোকান বন্ধ করে ছেলে নাজমুল হাসানের মোটর বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে স্থানীয় আবুল বাশার বাবুর্চি ও দলিল উদ্দিন ধলু বাবুর্চি হুকুমে আজিজ বাবুর্চি, সবুজ বাবুর্চি, বাবুল বাবুর্চি, রুহুল বাবুর্চি, শহিদুল বাবুর্চি, মালিক বাবুর্চি, নানু বাবুর্চি, জুয়েল বাবুর্চি, জাকির বাবুর্চি ও হাসান বাবুর্চি সহ আরো অনেকে মোটরবাইকের গতিরোধ করে মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন বাবুর্চিকে টেনে-হিঁচড়ে নামিয়ে এলোপাথাড়ি মারপিট শুরু করে। মুক্তিযোদ্ধা আলমগীর বাবুর্চির ছেলে নাজমুল হাসান তার বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয় এবং তাদের কাছে থাকা প্রায় ২ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় হামলাকারীরা।

এসময় তাদের ডাক চিৎকারে আশপাশের লোক এগিয়ে এসে হামলাকারীদের হাত থেকে তাদের রক্ষা করে। এ সময় হামলাকারীরা মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন বাবুর্চি ও তার ছেলেদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে বীর মুক্তিযুদ্ধা আলমগীর হোসেন বাবুর্চিকে তার স্বজনরা উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় হামলাকারীদের বিচার চেয়ে গোসাইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

মানববন্ধনে এলাকার লোকজন বলেন, দেশের একজন গর্বিত সন্তান ও এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বি বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন বাবুর্চির উপর ন্যক্কারজনক সন্ত্রাসী হামলা কিছুতেই মেনে নেয়া যায়না। আমরা এই হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। হামলাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন বাবুর্চি বলেন, ২৫ অক্টোবর রাতে শরিফ মার্কেটে আমাদের বিকাশের দোকান বন্ধ করে ছেলের মোটরসাইকেলে চড়ে বাড়ি যাওয়ার পথে হামলাকারীরা পূর্ব শত্রুতার জেরে আমাদের গতিরোধ করে এলোপাথাড়ি মারপিট করে। আমার ছেলে আমাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকে মারধর করা হয়। হামলাকারীরা আমাদের সাথে থাকা দুই লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আশপাশের লোকজন এগিয়ে এসে আমাদের রক্ষা করে। আমি এ ঘটনার সঠিক বিচার দাবি করছি।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন বাবুর্চির উপর হামলার ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।