Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

গোসাইরহাট উপজেলার ৭টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন, চেয়ারম্যান হলেন যারা

গোসাইরহাট উপজেলার ৭টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন, চেয়ারম্যান হলেন যারা
গোসাইরহাট উপজেলার ৭টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন, চেয়ারম্যান হলেন যারা

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক ছাড়া আওয়ামীলীগের স্বতন্ত্র ০৭(সাত) জন প্রার্থী বিজয়ী হয়েছেন। রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত গোসাইরহাট উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে একযোগে ভোটগ্রহণ হয়। তৃতীয় ধাপের স্থানীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সকল ভোটারদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে নির্দ্বিধায় নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীদেরকে বেছে নিয়েছেন স্থানীয় নিজ নিজ ইউনিয়নের ভোটাররা।

কুচাইপট্রি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো: নাছির উদ্দিন স্বপন আনারস মার্কা নিয়ে ৫১৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো: আবুল বাশার ঘোড়া মার্কা নিয়ে পেয়েছেন ৪৭৩২ ভোট, গোসাইরহাট ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো: আসাদুজ্জামান রিপন আনারস মার্কা নিয়ে ৪৪৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী চৌধুরী আহসান সিদ্দিকী লাবু মোটর সাইকেল নিয়ে পেয়েছেন ২০৩৬ ভোট, নলমুড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো: মাহফুজুল হক মোটর সাইকেল মার্কা নিয়ে ৪২২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী হাবিবুর রহমান ঘোড়া মার্কা নিয়ে পেয়েছেন ২১৮৭ ভোট, সামন্তসার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ: রব সরদার রজনীগন্ধ্যা মার্কা নিয়ে ২২৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো: আবুল হাসেম মাষ্টার টেবিল ফ্যান মার্কা নিয়ে পেয়েছেন ৯৩৫ ভোট, নাগেরপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক আনারস মার্কা নিয়ে ৫৪২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো: আব্দুল জলিল চশমা মার্কা নিয়ে পেয়েছেন ৪৩৮৮ ভোট, কোদালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এস এম মিজানুর রহমান চশমা মার্কা নিয়ে ৬১৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী সৈয়দ মনিরুজ্জামান বসির মিয়া পেয়েছেন ৪৫১৯ ভোট এবং আলাওলপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী মো: ওসমান গনি বেপারী চশমা মার্কা নিয়ে ৫৩৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো: আমজাদ হোসেন বেপারী ঘোড়া মার্কা নিয়ে পেয়েছেন ৪৩৮৪ ভোট।

উল্লেখ্য, গোসাইরহাট উপজেলার মোট ভোটার সংখ্যা ৯৯হাজার ১৯৭ জন। মোট ভোট কেন্দ্র ৬২টি। এছাড়া এ উপজেলার সাতটি ইউনিয়নে সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রতিদ্বন্ধিতা করছেন ২৭৪ জন প্রার্থী।

সুষ্ঠভাবে ভোট গ্রহনে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত পুলিশ, আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি, র‌্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোতায়েন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ব্যালট পেপারে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।