
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের মাঝেরচরে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। দা দিয়ে চারজনকে কোপানোয় তাকে বেধড়ক মারধর করা হয় বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সকালে মাঝেরচর গ্রামের একটি বাড়িতে প্রবেশ করে ৫০ বছর বয়সী শাসুন্নাহারকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। বাধা দিতে গেলে আশপাশে থাকা রাহেলা, রজব আলী ও ভানু বেগমকে একই বটি দিয়ে কুপিয়ে আহত করেন। ওই সময় আহতের স্বজন ও আশপাশে থাকা স্থানীয়রা মাদকাসক্ত যুবককে আটক করেন।
গোসাইরহাট থানার ওসি আসলাম শিকদার বলেন, ‘ফারুক মালত নেশাগ্রস্ত ও মানসিক ভারসাম্যহীন। কয়েকদিন ধরে তিনি নিজের বাবা, মা ও আশপাশের একাধিক ব্যক্তিকে মারধর করেছেন, তিনি আরো বলেন মাদকাসক্ত’ ওই যুবকের নাম ফারুক মালত। তার বয়স ২৫। তিনি গোসাইরহাট উপজেলার কাজীকান্দি গ্রামের বাসিন্দা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |