Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025
গোসাইরহাট উপজেলা

সরকারি হাসপাতালে ১২ বছর পর গর্ভবতী মায়ের সিজার শুরু

সরকারি হাসপাতালে ১২ বছর পর  গর্ভবতী মায়ের সিজার শুরু
সরকারি হাসপাতালে ১২ বছর পর গর্ভবতী মায়ের সিজার শুরু

১২ বছর পর শুরু হয়েছে সিজার। শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার গোসাইরহাট হাসপাতালে গর্ভবতী মুক্তা নামের এক মায়ের সিজার হয় বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর দুপুরে।

গোসাইরহাট হাসপাতালের কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান বলেন, আমি ও আরএমও ডাক্তার ইকবাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সিজার করা হয়। ডাক্তার আব্দুর রশিদের সহযোগিতায় ডাক্তার নাজিয়া, ডাক্তার ইশিতা, ডাক্তার রোকেয়া, ডাক্তার তাছমিয়া সিজার করেন। এর ফলে এক কন্যা সন্তানের জন্ম দেন মুক্তার। গোসাইরহাটে বিশেষজ্ঞ ডাক্তার কর্মরত না থাকায় সিজার করা সম্ভব হয়নি।