Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ক্ষতিকর রং মেশানোর অভিযোগ, ৮০ হাজার টাকা জরিমানা

ক্ষতিকর রং মেশানোর অভিযোগ, ৮০ হাজার টাকা জরিমানা
ক্ষতিকর রং মেশানোর অভিযোগ, ৮০ হাজার টাকা জরিমানা

গুঁড়া মসলায় ক্ষতিকর রং মেশানোর অভিযোগে শরীয়তপুরের গোসাইরহাট এক মিল মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ২’শ কেজি পচা মরিচ ধ্বংস করা হয়েছে।

সোমবার ২৩ জানুয়ারি বিকেলে উপজেলার দাসের জঙ্গল বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী এ ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কার্যালয়ের প্রতিনিধি ও শরীয়তপুর জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

সুজন কাজী বলেন, গোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল বাজারে মেসার্স আহমদিয়া রাইচ মিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২০০ কেজি পচা মরিচ ও ৫০০ গ্রাম গুঁড়া রং (লাল ও হলুদ) উদ্ধার করি। তাই নিম্নমানের উপকরণ ব্যবহার ও মসলায় ক্ষতিকর রং ব্যবহার করায় ওই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা মালামাল ধ্বংস করা হয়। খাদ্যে ভেজাল প্রতিরোধে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।