
২০১১ সালে শরীয়তপুর জেলাধীন গোসাইরহাট পৌরসভা গঠণ করা হলেও দীর্ঘ ১২ বছর পর আজ ৩১ মে অত্র পৌরসভায় প্রথমবারের মতো নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। দীর্ঘদিন পর জনগণের প্রত্যাশার নির্বাচনী তফসিল ঘোষণা করায় গোসাইরহাট পৌরসভার পক্ষ থেকে আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি’র প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন মিছিল করা হয়। বুধবার(৩১ মে) বাংলাদেশ আওয়ামীলীগ গোসাইরহাট পৌরসভার সভাপতি আলহাজ্ব মতিউর রহমান(মিন্টু) বেপারীর নেতৃত্বে গোসাইরহাট পৌরসভার সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে নাহিম রাজ্জাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পৌরসভার প্রধান প্রধান সড়কে মিছিল বের করে এ শুভেচ্ছা ও অভিনন্দন প্রদান করা হয়।
এ সময় সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে আলহাজ্ব মতিউর রহমান(মিন্টু) বেপারী বলেন, আমাদের পৌরসভায় দীর্ঘ ১২ বছর পর প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। এজন্য আমরা সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক-এর প্রতি কৃতজ্ঞ। দীর্ঘদিন পর জনগণের প্রত্যাশার নির্বাচনী তফসিল ঘোষণা করায় গোসাইরহাট পৌরসভার পক্ষ থেকে আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি’র প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এ নির্বাচনে আমি আওয়ামীলীগের একজন মেয়র প্রার্থী। আমি যদি নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হই, তাহলে গোসাইরহাট পৌরসভাকে আধুনিক স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলবো। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন, তার সাথে তাল মিলিয়ে গোসাইরহাট পৌরসভা হবে স্মার্ট পৌরসভা। জনগণকে সেবা দিব শতভাগ।
উক্ত পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৮ জুন, বাছাই ১৯ জুন, প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন এবং ভোটগ্রহণের তারিখ ১৭ জুলাই।