Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

আশ্রয়ন প্রকল্পের নির্মাণাধীন ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আশ্রয়ন প্রকল্পের নির্মাণাধীন ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে নির্মাণাধীন আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। সোমবার (২৯ মে) বেলা ১২টায় কুচাইপট্টি ইউনিয়নের পশ্চিম চর বিষ কাঠালী মৌজায় নির্মাণাধীন মুজিববর্ষের ঘরের নির্মাণ কাজ দেখতে যান তিনি।

এ সময় জেলা প্রশাসক নির্মাণ কাজের মান তদারকি করেন। নির্মাণকাজ যেন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সামগ্রী ও নকশা অনুসারে হয় সে বিষয়ে তিনি সকলকে নির্দেশনা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার জনাব কাফী বিন কবির বলেন, এই ঘরের উপকারভোগীদের কবুলিয়ত ও নামজারি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উপকারভোগীদের হাতে ঘর বুঝিয়ে দেয়া সম্ভব হবে।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, সহকারী কমিশনার(ভূমি), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, কুচাইপট্টি ইউনিয়ন চেয়ারম্যান ও স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।