
জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে জেলাপ্রশাসনের উদ্যোগে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ২৫শ’ গাছের চারা বিতরণ করলেন শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
রোববার ১৮ জুন গোসাইরহাট উপজেলার ৩টি মাদ্রাসা, ৬টি বিদ্যালয়, ২টি কারিগরি ও ৩ টি কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে ২৫০০ ফলদ, ঔষধি এবং বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন রাস্তার দু’ধারে, পতিত জমিতে, বসত ভিটার পাশে, অফিস প্রাঙ্গণে গাছ লাগানোর জন্য চারা বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপনকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে শরীয়তপুরে ব্যতিক্রমী উদ্যোগ ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচীর আজ ৩য় দিনে শিক্ষার্থীদের মাঝে ২৫’শ গাছের চারা বিতরণ করা হলো। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রোধে ও সবুজ অরণ্যের শরীয়তপুর জেলা গড়তে আমাদের সকলকেই যার যার অবস্থান থেকে বৃক্ষরোপণ করতে হবে। আসুন, আমরা সকলেই সচেতন হই, নিজে বৃক্ষরোপণ করি এবং অন্যদের বৃক্ষরোপণে উৎসাহিত করি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |