Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জেলায় শ্রেষ্ঠ এসিল্যান্ড পুরস্কার পেলেন সুজন দাশ গুপ্ত

জেলায় শ্রেষ্ঠ এসিল্যান্ড পুরস্কার পেলেন সুজন দাশ গুপ্ত
জেলায় শ্রেষ্ঠ এসিল্যান্ড পুরস্কার পেলেন সুজন দাশ গুপ্ত

শরীয়তপুরে ২০২২-২৩ অর্থবছরের ‘জাতীয় শুদ্ধাচার’ ও ভূমিসেবা সপ্তাহ ২০২৩ এর শরীয়তপুর জেলায় শ্রেষ্ঠ সহকারী কমিশনার ভূমির পুরস্কার পেলেন গোসাইরহাট উপজেলায় কর্মরত সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত।

গত রবিবার (২৫ জুন) শরীয়তপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের হাতে সম্মাননা স্মারক হিসেবে সার্টিফিকেট ও ক্রেস্ট পুরস্কার তুলে দেন জেলাপ্রশাসক মোঃ পারভেজ হাসান।

এসময় শরীয়তপুর জেলাপ্রশাসন ও উপজেলা প্রশাসনে কর্মরত ৬ জন কর্মকর্তা-কর্মচারীর মাঝে এই ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার’ প্রদান করা হয়।

এরমধ্যে জেলায় শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্তের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন জেলাপ্রশাসক মোঃ পারভেজ হাসান।

জেলাপ্রশাসক শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে তাদের উপর অর্পিত পেশাগত দায়িত্ব সঠিকভাবে প্রতিপালনের আহ্বান জানান।

এ ব্যাপারে জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত বলেন, শ্রেষ্ঠত্বের পুরস্কার আমার দায়িত্বভার আরো বেশি বাড়িয়ে দিয়েছে। আমি আমার দায়িত্ববোধ থেকে নিজের দায়িত্ব পালনের চেষ্টা করি। জেলাপ্রশাসক স্যারকে ধন্যবাদ জানাই আমাকে জেলার শ্রেষ্ঠ পুরস্কার তুলে দেওয়ার জন্য।

শরীয়তপুরের জেলাপ্রশাসক মোঃ পারভেজ হাসান দৈনিক রুদ্রবার্তাকে বলেন, জনগণকে সর্বোচ্চ সেবা প্রদানই প্রশাসনের কাজ। যারা পুরস্কার অর্জন করলেন তাদের সবাইকে অভিনন্দন। এই পুরস্কার তাদেরকে সোনার বাংলা গড়ার প্রত্যয়ের কাজকে আরো বেগবান করবে।