Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

গোসাইরহাট মোবাইল ফোনের ব্যাটারি বিস্ফোরনে আহত

গোসাইরহাট মোবাইল ফোনের ব্যাটারি বিস্ফোরনে আহত
গোসাইরহাট মোবাইল ফোনের ব্যাটারি বিস্ফোরনে আহত

শরীয়তপুরের গোসাইরহাটে পুরাতন মোবাইল ফোনের ব্যাটারি বিস্ফোরণ ঘটে আনিসুর রহমান (৩৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার দাসের জঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে। আজ বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন আহত আনিসুর রহমান নিজেই।

আহত আনিসুর রহমান বরিশাল জেলার মুলাদি এলাকার মৃত আব্দুল হাকিম সরদার এর ছেলে। তিনি গোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।

আহত আনিসুর রহমান জানান, তিনি চট্টগ্রামে একটি জাহাজে চাকুরী করতেন। সম্প্রতি তিনি ছুটি নিয়ে গোসাইরহাট ভাড়া বাসায় ফিরেন। মঙ্গলবার রাতে তার বাসায় থাকা রেডমি ৮ মডেলের একটি পুরাতন মোবাইল ফোনের ফুলে উঠা ব্যাটারিটি দেখার জন্য পিন দিয়ে ছিদ্র করেন। ছিদ্র করার সাথে সাথে মোবাইল ফোনটির বিস্ফোরণ ঘটে আনিসুর রহমানের গায়ে এসে লাগে। এতে তার বুকের কিছু অংশ পুড়ে যায়। পরবর্তীতে তিনি গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

এ বিষয়ে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলেন, মোবাইল বিস্ফোরণে আহত হয়ে এক ব্যক্তি চিকিৎসা নিতে এসেছিলেন। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গিয়েছেন।