Friday 9th May 2025
Friday 9th May 2025

নৌকার প্রার্থী নাহিম রাজ্জাককে বিজয়ী করতে কুচাইপট্টিতে উঠান বৈঠক

নৌকার প্রার্থী নাহিম রাজ্জাককে বিজয়ী করতে কুচাইপট্টিতে উঠান বৈঠক
নৌকার প্রার্থী নাহিম রাজ্জাককে বিজয়ী করতে কুচাইপট্টিতে উঠান বৈঠক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাহিম রাজ্জাককে বিজয়ী করার লক্ষ্যে গোসাইরহাট উপজেলার কুচাইপট্টিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল ৩ টায় কুচাইপট্টি মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুচাইপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জহির উদ্দিন মঞ্জু বেপারীর সভাপতিত্বে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে যোগ দিতে বিদ্যালয় মাঠে মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীসহ নৌকা মার্কার সমর্থকরা উপস্থিত হন। এসময় কুচাইপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ইমাম হোসেন খোকা বেপারীর নেতৃত্বে বিশাল একটি মিছিল নৌকা মার্কার সমর্থনে সোগান দিতে দিতে উঠান বৈঠকে যোগ দেয়।

উঠান বৈঠকে আওয়ামী লীগের নেতারা বলেন, কুচাইপট্টির মাটি নৌকা মার্কার ঘাটি। কুচাইপট্টি প্রত্যন্ত গ্রাম অঞ্চল হওয়ার পরেও নাহিম রাজ্জাক এই অঞ্চলের প্রচুর উন্নয়ন করেছেন।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য নাহিম রাজ্জাক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোসাইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের, জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন দুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম , কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম নাসির উদ্দিন স্বপন, কুচাইপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সরদার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি নুরুজ্জামান মৃধা, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন বাবলু মৃধা, কুচাইপট্টি ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক তপন ঘোষসহ আওয়ামী লীগের সকল নেতাকর্মী প্রমুখ।