Friday 9th May 2025
Friday 9th May 2025

গোসাইরহাটে দুইশত পিচ ইয়াবাসহ আটক তিন

গোসাইরহাটে দুইশত পিচ ইয়াবাসহ আটক তিন
গোসাইরহাটে দুইশত পিচ ইয়াবাসহ আটক তিন

শরীয়তপুরের গোসাইরহাটে মাদক বিরোধী বিশেষ অভিযানে দুইশত পিচ ইয়াবাসহ তিন জনকে আটক করেছে গোসাইরহাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৪ ডিসেম্বর) রাত ১১ টার দিকে এসআই আরিফ তালুকদার, এসআই মনিরুজ্জামান, এসআই সোহেল হোসেনসহ সঙ্গীও ফোর্স গোসাইরহাট ইউনিয়নের পট্টি এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী আসমা আক্তার রীনা ঢালী ও তার স্বামী আনছার উদ্দিন ঢালীকে ১৪৫ পিচ ইয়াবা ও মোঃ শাহ পরানকে ৫৫ পিচ ইয়াবাসহ আটক করেন।

ইয়াবাসহ আটকৃতরা হলেন, গোসাইরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আসমা আক্তার রীনা ঢালী (৪৬) ও তার স্বামী আনছার উদ্দিন ঢালী (৫৭) এবং উপজেলার কোদালপুর ইউনিয়নের মৃধাপাড়ার হাবিবুর রহমান মৃধার ছেলে মোঃ শাহ পরান (৩৫)।

গোসাইরহাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, শরীয়তপুর জেলার পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তিন মাদক ব্যবসায়ীকে দুইশত পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদেরকে আলামতসহ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।