
শরীয়তপুরের জাজিরা উপজেলার ডুবিসায়বর বন্দর (কাজিরহাট) আওয়ামী লীগ কার্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। বুধবার (৭ আগস্ট) সকাল ১০ টার দিকে এ আ.লীগ কার্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়।
এ সময় জাজিরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, ডুবিসায়বর বন্দর (কাজিরহাট) আওয়ামী লীগের সভাপতি এম.এ ওয়াহাব মাদবর, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাইমুম বাবুল আকন, ডুবিসায়বর বন্দর (কাজিরহাট) কোষাদক্ষ মাস্টার দেলোয়ার হোসেন, জেলা যুবলীগের সদস্য দেলোয়ার শিকদার, ডুবিসায়বর বন্দর (কাজিরহাট) আওয়ামী লীগের সাধারণ সম্পাদাক কাজী শাহাদাৎ হোসেন চুন্নু, সেনেরচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. তোতা মোল্লা, জমি দাতা ও কাজিরহাট ইজারাদার বাদশা ফকির, আওয়ামী লীগ নেতা বাচ্চু হাওলাদার, আনোয়ার মোল্লা, সিরাজ ফকির, বাদশা কাজি, নুরুল হক মোল্লা, ফজলু টেপা, সিরাজ টেপা, সোনামিয়া ফকির, মালেক আকন, আনোয়ার ফকির, আফজাল ফকির, হায়দার মোল্লা, লাবলু কাজী, ছোরহাব মৃধা, জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মাইনদ্দিন মাদবর, হান্নান মোল্লা, যুবলীগ নেতা মিলন মাদবর, কাদির মোল্লা, জানে আলম আকন, নাসির মৃধা, সুমন শিকদার, রাসেল মোল্লা প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ জাজিরা উপজেলার ডুবিসায়বর বন্দর (কাজিরহাট) আওয়ামী লীগ কার্যালয়টির জন্য দুই শতাংশ জমি শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু কাছে হস্তান্তর করে দেন স্থানীয় বাদশা ফকির। আওয়ামী লীগ কার্যালয় স্থাপনের ফলে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার লক্ষ্যে কাজ করবে বলে জানান বক্তারা।
ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |