মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

জাজিরার পদ্মা নদীতে অভিযানে কারেন্ট জাল ও মা ইলিশসহ ৩৮ জেলে আটক

জাজিরার পদ্মা নদীতে অভিযানে কারেন্ট জাল ও মা ইলিশসহ ৩৮ জেলে আটক

র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বেরাগী ও জাজিরা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাহবুবুল হক এর যৌথ অভিযানে ১৮ অক্টোবর শুক্রবার আনুমানিক সকাল ৮ টা ৩০ মিনিট থেকে বেলা ৩ টা ৩০ মিনিট পর্যন্ত শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন পদ্মা নদী হতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ করার অপরাধে ৩৮ জন জেলেকে আটক করে। এ সময় আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ১৫০ কেজি মা ইলিশ ও ২ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জাজিরা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাহবুবুল হক বাংলাদেশ দন্ডবিধির ১৮৮ ধারা মোতাবেক আটককৃত প্রত্যেক জেলেকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে উদ্ধারকৃত ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় এবং কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।


error: Content is protected !!