Friday 9th May 2025
Friday 9th May 2025

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমামের শরীরে করোনা শনাক্ত, জেলায় মোট আক্রান্ত ৪৮

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমামের শরীরে করোনা শনাক্ত, জেলায় মোট আক্রান্ত ৪৮
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমামের শরীরে করোনা শনাক্ত, জেলায় মোট আক্রান্ত ৪৮

শরীয়তপুরের জাজিরা উপজেলার আরো একটি স্যাম্পলের ফলাফল কোভিড-১৯ পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাড়ালো ৪৮ জনে। এর মধ্যে মৃত্যুবরণ করেছে ২ জন ও সুস্থ্য হয়েছেন ২ জন।

আক্রান্ত ব্যক্তি জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমাম। সে সম্প্রতি চাঁদপুরে তার শশুরের জানাজায় অংশগ্রহণ করেছে বলে জানা গেছে।

০৭ মে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলা করোনা কন্ট্রোল রুম এর ফোকাল পার্সন ডা. মোঃ আবদুর রশিদ।

তিনি আরও জানান, এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ৯৮৩ জনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ৮২২ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। যাদের মধ্যে ৪৮ জন পজেটিভ এসেছে।

উপজেলা ভিত্তিক রোগীর সংখ্যা হলো সদর উপজেলায় ১০ জন, জাজিরা উপজেলায় ০৮ জন, নড়িয়া উপজেলায় ১১ জন এর মধ্যে মৃত্যু ০১ জন, ভেদরগঞ্জ উপজেলায় ০২ জন, গোসাইরহাট উপজেলায় ০২ জন এবং ডামুড্যা উপজেলায় ১৫ জন এর মধ্যে মৃত্যু ০১ ও সুস্থ ০১ জন।