Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাজিরা পদ্মা সেতুর রেলওয়ের মালামাল চুরির দায়ে আটক

জাজিরা পদ্মা সেতুর রেলওয়ের মালামাল চুরির দায়ে আটক

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর মূল সড়কের নিকট থেকে পদ্মা সেতুর রেলওয়ে নির্মাণ কাজের মালামাল চুরির ঘটনায় চোর চক্রের মূলহোতাকে গ্রেফতার করছে সেনাবাহিনী।

আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা উপজেলার নাওডোবা তস্তারকান্দি এলাকায় সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে দায়িত্ব প্রাপ্ত ২৮ ইস্ট বেংগল রেজিমেন্ট এ একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে ব্যাপক পরিমান পদ্মা সেতুর চোরাই মালামালসহ তাকে আটক করে। তাকে আটক করে আজ সন্ধায় জাজিরা থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর ২৮ ইস্ট বেংগল রেজিমেন্ট।

সেনাবাহিনী সুত্রে জানাযায়, বাংলাবাজার পদ্মা সেতু জাজিরা প্রান্তের সংলগ্ন পদ্মা মাল্টিপারপাস রেলওয়ে প্রকল্প নির্মাণ কাজের স্টারিং লোহার পাত স্থানীয় একটি অসাধু চক্র দীর্ঘদিন যাবৎ চুরি করে একটি বাড়িতে মজুদ করে রাখছে।সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে দায়িত্ব প্রাপ্ত ২৮ ইস্ট বেংগল রেজিমেন্ট এ ব্যাপারে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করলেও চোরেরা ধরা ছোয়ার বাইরে ছিল। আজ দুপুরে আনুমানিক দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২৮ ইস্ট বেংগলের বিশেষ একটি দল নাওডোবা তস্তারকান্দি এলাকায় অভিজান পরিচালনা করে বিপুল পরিমান চোরাই মালামাল সহ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নাওডোবা তস্তারকান্দি এলাকার দলিল উদ্দিন মোড়লের ছেলে মোঃ মতি মোড়লকে আটক করে সেনাবাহিনীর একটি বিশেষ দল। মতি মোড়লকে আটকের পরে তার বাড়ির উঠান থেকে সাটারিং লোহার পাত ১.৫ টন ও পুকুর থেকে ১ টন রেলওয়ের সাটারিং লোহার পাত উদ্ধার করা হয় । পরে তাকে জাজিরা থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারের পর জিজ্ঞাসবাদ করলে তিনি জানায়, তারা একটি চক্র দীর্ঘদিন ধরে পদ্মা সেতুর মালামাল চুরি করে তার বাড়িতে রেখে রাতের আধারে বিভিন্ন জায়গায় বিক্রি করে।

জাজিরা ক্যান্টনমেন্টর ২৮ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টর মেজর আল আমিন জানান, দীর্ঘ দিন ধরে একটি সংঘবদ্ধ চোরচক্র বাংলাবাজার পদ্মা সেতু জাজিরা প্রান্তের সংলগ্ন পদ্মা মাল্টিপারপাস রেলওয়ে প্রকল্প নির্মাণ কাজের স্টারিং লোহার পাতসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে আসছিলো, তার বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ ছিলো সুনির্দিষ্ট প্রমাণ না থাকাতে তাকে আমরা ধরতে পারি নাই, আজ আমাদের নিজস্ব গোয়েন্দা ও স্থানীয় সোর্সের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে ধরতে সক্ষম হয়েছি। যারা এ চক্রের সাথে জড়িত রয়েছে আশা করি তাদের ও দ্রুত গ্রেফতার করতে পারবো। তাকে আজ সন্ধায় জাজিরা থানায় হস্তান্তর করে দিয়েছি। তিনি স্থানীয় চিহ্নিত চোর চক্রের মূলহোতা।