Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাজিরার নাওডোবা থেকে দুই জুয়াড়ি আটক

জাজিরার নাওডোবা থেকে দুই জুয়াড়ি আটক
জাজিরার নাওডোবা থেকে দুই জুয়াড়ি আটক

শরীয়তপুর জাজিরা থানার এসআই আলমগীর হোসেন গত শনিবার (৩জুলাই) রাত ১১টার সময় জাজিরা থানাধীন নাওডোবা আব্দুল কাদের মোড়ল এলাকায় মামুন মোড়ল এর পরিত্যক্ত খোলা টিনের ঘরে বৈদ্যুতিক আলোর সাহায্যে জুয়া খেলা অবস্থায় আসামি আবুল শিকদার (৩৫) ও আসামি আব্দুল গণি দেওয়ান (৫০) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় অন্য ৫ জন জুয়াড়ি পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ২ জন ও পলাতকসহ মোট সাতজন জুয়াড়ির বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া খেলা আইনের ৪ ধারায় আজ ৪ জুলাই একটি মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য : গত কয়েকদিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে, এ নিয়ে মোট ১৪ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে জাজিরা থানা পুলিশ।