Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে অসহায়দের পাশে সেনাবাহিনী

শরীয়তপুরে অসহায়দের পাশে সেনাবাহিনী
শরীয়তপুরে অসহায়দের পাশে সেনাবাহিনী

শরীয়তপুরের জাজিরার পাইনপাড়া চর এলাকায় করোনা মহামারির এ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অসহায়, দুস্থ ও কর্মহীন ১৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে এডহক সিএসসি এর প্রধান মেজর জেনারেল এফএম জাহিদ হোসেনের নির্দেশনায় এবং ইএসএসটি (পিএমবিপি) পক্ষ থেকে ৯৯ কম্পোজিট ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় এ খাদ্যসহায়তা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৯৯ কম্পোজিট বিগ্রেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ২৭ আর ই ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মো. আফজাল হোসেন, ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লে. কর্ণেল সামি উদ দৌলা চৌধুরী ও ১৯ বীর এর লে. কর্ণেল মো. আরিফুর রহমান।

দুস্থদের দেয়া খাদ্য সহায়তার প্যাকেটে আট কেজি চাল, চার কেজি আটা, এক কেজি ডাল, ৫০০ গ্রাম চিনি, দুই কেজি আলু, ৫০০ গ্রাম তেল ও এক প্যাকেট সেমাই ছিল।

সেনাবাহিনী জানায়, করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধ চলাকালীন অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। বুধবার ১৫০টি পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা দেয়া হয়। পরবর্তীতে আরও ৩৫০টি অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে।