Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাজিরায় পদ্মা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

জাজিরায় পদ্মা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
জাজিরায় পদ্মা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ১৯ সেপ্টেম্বর সকালে জাজিরা মাঝিরঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দৈনিক রুদ্রবার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান।

স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে শরীয়তপুরের জাজিরার মঙ্গল মাঝিকান্দি-সাত্তার মাঝিরঘাট এলাকায় পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে ৯৯৯ এ ফোন করে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে জাজিরা থানা পুলিশ ও মাঝিরঘাটের নৌপুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

মাঝিরঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মঈনুল ইসলাম দৈনিক রুদ্রবার্তাকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের কাউকে পাওয়া গেলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আর না পাওয়া গেলে পৌরসভার মেয়রের মাধ্যমে পৌর কবরস্থানে দাফন করা হবে।