
ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২১ এ জাজিরায় পদ্মা নদীতে মাছের অভয়াশ্রমে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। সোমবার ১১অক্টোবর ভোর থেকে অভিযান চালিয়ে ৪২ জেলেকে আটক করা হয়।
একই সঙ্গে জব্দ করা হয়েছে ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ। পরে ইলিশ ধরার জ্বালানি সরবরাহ ও মজুদ করতে সহায়তাকারী বরফ কলকে চার হাজার করে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়।
জাজিরা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া দৈনিক রুদ্রবার্তাকে জানান, জাজিরা পদ্মা নদীর বেশকিছু এলাকায় অভিযান চালানো হয়। এতে ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশসহ ৪২জন জেলেকে আটক করা হয়েছে। আটককৃতদের বিকেলে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |