
শরীয়তপুরের জেলার জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা ইউনিয়নের আবেদ আলী মুন্সী কান্দি গ্রামের দরিদ্র পরিবারে মেয়ে ও বিকেনগর বঙ্গবন্ধু কলেজের ২য় বর্ষের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা অভিযোগ উঠে স্থানীয় একই গ্রামের বকাটে নূরমহাম্মাদ হাওলাদার, রাসেল হাওলাদার, শওকত মুন্সি, রাহাত মুন্সি বিরুদ্ধে। এই ঘটনায় এলাকার ৪ জনের বিরুদ্ধে জাজিরা থানায় মামলা দায়ের করেছেন নির্যাতিত কলেজ ছাত্রী। ৪জন আসামিদের ভিতরে রাসেল হাওলাদার পশ্চিম নাওডোবা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
এই ধর্ষণের ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে অবস্থান করছেন এবং প্রকাশ্যে নির্যাতিত পরিবারটির উপর হুমকি ধামকি প্রর্দশন করছেন বকাটে ছেলে ও বকাটের পরিবার। এদিকে আতংকে দিন কাটাছেন মেয়ে ও মেয়ের পরিবার।
গত মঙ্গলবার রাত ৮টার দিকে তরুণী পড়া লেখার ফাকে বের হলে উৎপেতে থাকা বকাটেরা জোর পূর্বক এই ধর্ষণের চেষ্টা চালায়, মেয়ের চিক্কারে শব্দে এলাকাবাসী উদ্ধার করে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী তরুণী বি কে নগর বঙ্গবন্ধু কলেজে ২য় বর্ষের শিক্ষার্থী । কলেজ চলাকালে প্রায় সময় ওই ৪ বকাটে মিলে তরুনীকে উতাক্ত করতো এবং মোবাইল নাম্বার সংগ্রহ করে ভিন্ন সময় কুপ্রস্তাব দিতো।
জানা যায়, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল হাওলাদার, বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল আলিম বেপারীর নিকটতম লোক।
জাজিরা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বলেন, কলেজ ছাত্রীর অভিযোগ আমলে নিয়েছি, এই ঘটনায় আসামিদের আটকে চেষ্টা চালছে। এই ঘটনায় যারাই জড়িত থাক তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |