
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় কৃষি বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপে ২০২১-২২ অর্থ বছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রোববার ৩১ অক্টোবর) দুপুরে জাজিরা উপজেলা কৃষি অফিসের সামনে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভূইয়া। সভায় কর্মসূচি নিয়ে বিষদ বর্ননা প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার আকন, সহকারী কমিশনার (ভূমি) রাফে মোহাম্মদ ছড়া, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, জাজিরা থানা ওসি (তদন্ত) মোঃ ফারুক হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ বীথি রানী বিশ্বাস। জাজিরা ইউপি চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম, কুন্ডেরচর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন বেপারী, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মঞ্জুর হোসেন খানসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসারগণ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও কৃষক কৃষানীবৃন্দ। এ বছর জাজিরা উপজেলায় ২ হাজার ৩০ জন কৃষক কে ১ বিঘা জমিতে চাষের জন্যে ৮ ফসল (সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, পেঁয়াজ, মুগ, খেসারি, মসুর) ফসলের জন্যে উন্নত মানের উফসী বীজ ফসল ভেদে ১ থেকে ২০ কেজি, ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |