
কেককাটা, বৃক্ষরোপন, র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত হয়েছে শরীয়তপুরের জাজিরায়।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত মঙ্গলবার ২ মে জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে ও জাজিরা আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রোমান বাদশার সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার জাকির হোসেন, ডাক্তার তানভীর আহমেদ, ডাঃ সাবরিনা, ডাক্তার তাহসিন ইসরাক, ডাক্তার মিথিলা, ডাক্তার মামুন রানা, নার্সিং সুপারভাইজার রেখা রানী বৈদ্য ও শহীদুল ইসলাম প্রমুখ।
জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান বলেন, ১৯৭১ সালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা প্রদান, শরণার্থী শিবিরে সেবা প্রদানের পাশাপাশি সম্মুখ সমরে সরাসরি অংশগ্রহনের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর ইতিহাসের পাতায় স্থান করে নেয়। এই সোনালী দিনের স্মৃতিকে চির অম্লান ও স্মরণীয় করে রাখতে ২ মে “স্বাস্থ্য ও কল্যাণ দিবস” হিসেবে পালিত হচ্ছে।