
শরীয়তপুরের জাজিরায় টিনের চালা অন্যত্র সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে রানা মৃধা (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলার পালেরচর ইউনিয়নের মোল্লা কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রানা মৃধা ওই এলাকার দেলোয়ার মৃধার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দেলোয়ার মৃধার তার বসতঘর নতুন করে মেরামত করছিলেন। ঘরের একটি টিনের চালা সরাতে সাহায্য করছিলো ছেলে রানা মৃধাসহ বেশ কয়েকজন। এসময় টিনের চালাটি অসতর্কতাবসত বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসলে বিদ্যুতায়িত হয়ে পড়ে রানা মৃধা। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী আবুল ভূঁইয়া বলেন, আমরা হাতে হাতে অনেকে মিলে দেলোয়ার ভাইয়ের টিনের চালা সরাচ্ছিলাম। হঠাৎ করে দেখি রানা মাটিতে পড়ে আছে। তখন উপরে তাকিয়ে দেখি চালাটি বিদ্যুতের তাঁর লাগানো ছিলো। পরে সবাই রানাকে ধরাধরি স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে আসি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, বিদুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |