Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাজিরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

জাজিরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
জাজিরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

শরীয়তপুরের জাজিরায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২৮  মঙ্গলবার সকাল ১০টায় জাজিরা সরকারি মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে জাজিরা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার মোহাম্মদ আলীর পরিচালনা ও সভাপতি জাজিরা বিশ্ব বিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মতিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, মাদারীপুর, নাহিদ ইমরান শাওন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজ উদ দৌল্লাহ, জাজিরা সরকারি মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার এটি এম মতিউর রহমান, এছারাও উপজেলা একাডেমিক সুপারভাইজার খায়রুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জাজিরা বিশ্ব বিদ্যালয় কলেজের বাংলা সহকারী অধ্যাপক রীনা রানী দাস,মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউল ইসলাম সেলিম,জাজিরা প্রেস ক্লাব এর সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, জাজিরা বালিকা বিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুফিয়া আকতার, মির্জা হজরত আলী হাই স্কুলের প্রধান শিক্ষক শিবলী সুলতানা, নারী বিকাস কেন্দ্রের পরিচালক নাসিমা আকতার নিয়াসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী বৃন্দ, প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরুষ্কার ও খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানে সমাপনী ঘটে।