Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান

শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান
শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান

শরীয়তপুরের জাজিরা পশ্চিম নাওডোবা, সার্ভিস এরিয়া-২, পদ্মা বহুমূখী সেতু প্রকল্প এলাকায় গতকাল ১৪ অক্টোবর রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা রেল প্রকল্পের নির্মান কাজের উদ্বোধন, এন-৮ মহাসড়কে ঢাকা মাওয়া এবং পাচ্চর ভাংগা অংশের শুভ উদ্বোধন, মূল নদীশাসন কাজ সংলগ্ন স্থায়ী নদীতীর প্রতিরক্ষামূলক কাজ উদ্বোধন, পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি পরিদর্শন এবং সুধি সমাবেশ ও জনসভায় যোগদান করেন। এসময় শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।
গার্ড অব অনার প্রদানকালে প্রধানমন্ত্রীর সাথে মঞ্চে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক কাজী আবু তাহের এবং সুযোগ্য পুলিশ সুপার আব্দুল মোমেন। প্যারেড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মুহাইমিন।