Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাজিরায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

জাজিরায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাজিরা থানার উদ্যোগে গত সোমবার (৬ মে) উপজেলার কাজিয়ারচর হামিদিয়া শুকুরিয়া হাফেজিয়া আলিম মাদ্রাসা মাঠে এই সভার আয়োজন করা হয়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুরের পুলিশ সুপার আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) কামরুল হাসান, জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন শেখ, কাজিয়ারচর হামিদিয়া শুকুরিয়া হাফেজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল বাড়ী। এছাড়া বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।