Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ার পন্ডিতসার উচ্চ বিদ্যালয়ে অভিভাবক মহাসমাবেশ

নড়িয়ার পন্ডিতসার উচ্চ বিদ্যালয়ে অভিভাবক মহাসমাবেশ

শরীয়তপুর জেলার নড়িয়ায় পন্ডিতসার উচ্চ ব্যিালয়ে অভিভাবকদের এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। পন্ডিতসার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি এবং এলাকার সর্বজনপ্রিয় ব্যক্তিত্ব পীরজাদা প্রকৌশলী সৈয়দ গোলাম মুরসালিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহাসমাবেশে প্রায় ১৮০০ অভিভাবক যোগদে। অভিভাবক, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যগণের মুক্ত আলোচনার মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আভিভাবক, শিক্ষক, ম্যানেজিং কমিটির প্রতিনিধিগণ সকাল সোমবার ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আলোচনা সভা করেন। এসভায় উপস্থিতি ছিলেন অভিভাবক শহিদুল ইসলাম মোল্লা, পারভীন আক্তার, মোঃ মোজাফ্ফর হোসেন তপাদার, রাহেলা আক্তার ও মোঃ আলি আকবর তপাদার প্রমুখ। শিক্ষক : মোছলেহউদ্দিন মৃধা, বাবু দ্বিজদাস আচার্য। ম্যানেজিং কমিটির সদস্য : মোঃ জহিরুল ইসলাম রাজু মুন্সী, মোঃ নাজমুল হক দুর্জয়, নিজাম-উল করিম, গাজী ওয়াস উদ্দীন ও ইয়াসমিন আক্তার জুঁই, পরিদর্শক বীর মুক্তি যোদ্ধা মোঃ শাহজাহান সিকদার, যুদ্ধকালীন কমান্ডার মজিবর রহমান, মোঃ সেলিম সিকদার, শহিদুল ইসলাম শান্তু। উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি এবং ছাত্রছাত্রীদের মধ্যে যোগাযোগ ও সমঝোতা, এসএসসি পরীক্ষার ফলাফল, নির্মীয়মাণ চারতলা ভবন, অভিভাবক ও ছাত্রছাত্রীদের শৃঙ্খলা, সার্বিক শান্তি রক্ষা, পড়াশোনার মানউন্নয়ন ইত্যাদি আলোচনায় প্রাধান্য পায়। উল্লেখ্য বিদ্যালয়ের ১২৩ বছরের ইতিহাসে অভিভাবক সমাবেশ এই প্রথম।